ভারতের মার্কিন মিশন মরবি ব্রিজ ধসে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছে

author-image
Harmeet
New Update
ভারতের মার্কিন মিশন মরবি ব্রিজ ধসে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছে


নিজস্ব সংবাদদাতা: ভারতের মার্কিন মিশন মরবি ব্রিজ ধসে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছে। 


ভারতের মার্কিন দূতাবাস টুইট করে বলে, "গুজরাটের মরবিতে একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার খবরে ভারতের মার্কিন মিশন গভীরভাবে শোকাহত। এই ভয়ানক ট্র্যাজেডিতে নিহতদের এবং পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই"। 


উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় প্রায় ৪০০ মানুষ নিয়ে ভেঙে পড়ে সেতুটি।