New Update
/anm-bengali/media/post_banners/RMD2eGkWH9wgoBS3Ceg0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিরি এ-তে দ্বিতীয় ম্যাচে হারল এসি মিলান। টোরিনোর বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয়েছে মিলান। টোরিনোর বিরুদ্ধে গোল করার সুযোগ তৈরি করেও কাজের কাজটি করতে পারেনি মিলান। ৩৫ এবং ৩৭ মিনিটে পরপর দুটি গোল করেছিল টোরিনো। ৬৭ মিনিটে মিলানের হয়ে ব্যবধান কমিয়েছেন জুবিয়র মেসিয়াস। এদিনের ম্যাচে পরাজয়ের ফলে খেতাব জয়ের দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়ল মিলান।
Defeat in Turin.#TorinoMilan#SempreMilan@Acqua_Letepic.twitter.com/LM7AM9T1q8
— AC Milan (@acmilan) October 30, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us