New Update
/anm-bengali/media/post_banners/TaIN2OdF6FCjKbIosaGf.jpg)
নিজস্ব প্রতিনিধি-আমির খানের মা জিনাত হুসেন গত সপ্তাহের শুরুর দিকে দিওয়ালির সময় হৃদরোগে আক্রান্ত হন।এবং তার পরেই তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ইতিমধ্যেই খবর পাওয়া গেছে যে তিনি সুস্থ হয়ে উঠছেন।
এবং তিনি এখন ভালো রয়েছেন, এক সূত্র একথা জানিয়েছে।সুপারস্টারের মা আমির খানের সঙ্গে পঞ্চগনিতে তার বাড়িতে ছিলেন যখন তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us