সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান

author-image
Harmeet
New Update
সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান

​নিজস্ব সংবাদদাতাঃ সাত সকালে ভূমিকম্পে দুলে উঠল আন্দামান। একবার নয়, এক ঘণ্টার মধ্যেই পরপর দু’বার কম্পন অনুভূত হল ভারতের এই দ্বীপপুঞ্জে। প্রথম কম্পন অনুভূত হয় মঙ্গলবার সকাল ৬ টা ২৭ মিনিটে, পরেরটি অনুভূত হয় তার ঠিক এক ঘণ্টার মধ্যে ৭ টা ২১ মিনিটে। তীব্রতা বেশি না হলেও পরপর দুই কম্পনে স্বাভাবিকভাবেই আতঙ্কিত আন্দামান-নিকোবরের বাসিন্দারা। এ দিন সকালে ৬ টা ২৭ মিনিটে প্রথম যে কম্পন হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৩। ওই কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ৩০ কিলোমিটার। পোর্টব্লেয়ার থেকে ২৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই কম্পনের উৎস। আর তার ঠিক পরে অর্থাৎ ৭টা ২১ মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল বেশি। মার্কিন সংস্থা ইউ জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, দ্বিতীয়বার ৫.৩ মাত্রা ভূমিকম্প অনুভূত হয় ওই অঞ্চলেই। নিকোবর দ্বীপের কাছেই এই কম্পনের উৎসস্থল রয়েছে, যার গভীরতা ৩০ কিলোমিটার। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।