New Update
/anm-bengali/media/post_banners/W0ap7tfozTqNgXyPyJAl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে প্রতীক্ষার অবসান। গোল করলেন আর্সেনালের ফুটবলার নেইলসন। ৮৩৭ দিন পর প্রিমিয়ার লিগে গোল করলেন তিনি। ব্রাইটনের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-০ গোলে জিতেছে আর্সেনাল।
​
গোল করার তালিকায় নাম তুলেছেন নেইলসন। ব্রাইটিনের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চ থেকে মাঠে নেমে জোড়া গোল করেছেন তিনি। ৪৯ এবং ৫২ মিনিটে গোল দুটি করেছেন নেইলসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us