নোটের বদলে বস্তা ভর্তি কয়েনে হল স্বপূরণ

author-image
Harmeet
New Update
নোটের বদলে বস্তা ভর্তি কয়েনে হল স্বপূরণ

নিজস্ব সংবাদদাতা : অনলাইন পেমেন্ট কিংবা নগদে নয়, বস্তা ভর্তি কয়েন দিয়েই নিজের স্বপ্নপূরণ করলেন ব্যক্তি। কিনলেন কাদের সাধের বাইকটি। 

আসামের করিমগঞ্জের বাসিন্দা সুরঞ্জন রায়ের কাছে ৫০,০০০ টাকার কয়েন ছিল। সেই টাকাটা ডাউনপেমেন্ট হিসেবে জমা দিয়ে ফিনান্সে বাইকটি কিনতে চেয়েছিলেন। সেই মতোই তাকে বাইকটি পৌঁছে দেোয়া হয়েছে বলে জানালেন বাইক শোরুমের কর্মী বর্নালি পল।