New Update
/anm-bengali/media/post_banners/WRSSvKCs8XdqToBlPWEe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নট্টিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলল আর্সেনাল। ৫-০ গোলে জিতেছে ম্যাচ। একপেশে আক্রমণ গড়ে ম্যাচের রাশ নিজেদের কাছেই রেখেছিল গানাররা। হাতে গোনা কয়েকটা ক্ষেত্রে আক্রমণ গড়েছিল ফরেস্ট। পরপর ম্যাচ জিতে আর্সেনালের প্রাপ্ত পয়েন্ট ৩১। ম্যানচেস্টার সিটির নামের পাশে রয়েছে ২৯ পয়েন্ট। দুই দলই ১২ টি করে ম্যাচ খেলেছে।
💪 Big team performance in N5️⃣ pic.twitter.com/OmC080l7CH
— Arsenal (@Arsenal) October 30, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us