নিজস্ব সংবাদদাতা: প্রায় ১৫০ বছর পুরোনো ব্রিজটি সংস্কারের জন্য বন্ধ ছিল গত ৬ মাস। ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে ব্রিজটি ফের জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। আর এরই মধ্যে এই সেতু ভেঙে পড়ায় মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। এই আবহে এবার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর দাবি। মৌরবি পুরসভার এক কর্তা জানান, ব্রিজ খোলার জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়াই হয়নি কর্তৃপক্ষের তরফে। তিনি বলেন, ‘১৫ বছরের জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ওরেভা কোম্পানিকে দেওয়া হয়েছিল সেতুটি। চলতি বছরের মার্চ মাসে এটি সংস্কারের জন্য জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফের ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষে এটি খুলে দেওয়া হয়। সেতুটি খোলার জন্য কোম্পানিকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছিল কি না তা আমাদের জানা নেই।’”