কখন় ধারণ করা উচিত লাল প্রবাল?

author-image
Harmeet
New Update
কখন় ধারণ করা উচিত লাল প্রবাল?

নিজস্ব সংবাদদাতা: শাস্ত্রমতে মঙ্গল সেনাপতি, যুদ্ধে জয় লাভই মঙ্গলের পরম ব্রত, এই কারণেই মঙ্গলের শুভ অবস্থান কালে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভের সম্ভাবনা বৃদ্ধি করে। মঙ্গল ভূমির কারক, স্থাবর সম্পত্তি, রাসায়নিক, চিকিৎসাবিদ্যা বিশেষত শল্য চিকিৎসা, ঔষধ, পুলিশ, সেনা, যুদ্ধবিদ্যা, রাজনীতি ইত্যাদির উপর প্রভাব দান করে। মঙ্গল পৃথিবীর খুব কাছের গ্রহ, এ কারণে পৃথিবীর উপর মঙ্গলের প্রভাব মারাত্মক। মঙ্গল এক এক রাশিতে কম-বেশি ৪৫ দিন অবস্থান করে। অল্প সময়ে অবস্থান করলেও বিভিন্ন ক্ষেত্রে অবস্থান কালে শুভ বা অশুভ ফল দান করে। অশুভ মঙ্গল যেমন অশুভ ফল দান করে, তেমন মঙ্গলের শুভ প্রভাবে জীবন শুভত্বে ভরিয়ে দিতে পারে। মানবদেহের মস্তিস্ক, জননেন্দ্রিয়, পেশি, রক্ত, অস্থিমজ্জা, পিত্ত ইত্যাদির উপর মঙ্গলের প্রভাব।