নিজস্ব সংবাদদাতাঃ দখল করা পশ্চিম তীরে আবারও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইসরায়েলের দাবি, নিহত ফিলিস্তিনি একজন হামাস যোদ্ধা। তাঁর গুলিতে পশ্চিম তীরে বসতি গড়া এক ইসরায়েলি নিহত ও পাঁচজন আহত হন। পরে তাঁরা এ হামাস যোদ্ধাকে হত্যা করেন। জানা গিয়েছে, নিহত ইসরায়েলি হলেন রোনেন হানানিয়া (৪৯)। হেবরনের একটি তল্লাশিচৌকির কাছে ওই গুলির ঘটনা ঘটেছে। অন্যদিকে ফিলিস্তিনি জানিয়েছে, নিহত ফিলিস্তিনির নাম মোহাম্মাদ আল-জাবারি (৩৫)। তাঁকে নিজেদের সদস্য বলে জানিয়েছে গাজার শাসকগোষ্ঠী হামাস। তিনিও হেবরনের বাসিন্দা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই এলাকায় আরও সন্দেহভাজনের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছে।