বন্ধ শিলিগুড়ি-দিল্লি ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন মানুষ

author-image
Harmeet
New Update
বন্ধ শিলিগুড়ি-দিল্লি ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন মানুষ

সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর : দীর্ঘদিন ধরেই বন্ধ শিলিগুড়ি এবং দিল্লি যোগাযোগকারী ট্রেন পরিষেবা। কার্যত বিপাকে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। অথচ সাংসদ তথা প্রাক্তন মন্ত্রীর কোনও হেলদোল নেই। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন জেলাবাসী।

এন.এফ রেলওয়ের কাটিহার ডিভিশনের যাত্রী পরামর্শদাতার সদস্যরা জানিয়েছেন, রাধিকাপুর থেকে দিল্লির সংযুক্ত ট্রেন প্রায় দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ। কিন্তু সংযুক্ত ট্রেনের বাকি অংশ বিহারের যোগবানি থেকে দিল্লি যাচ্ছে। সেক্ষেত্রে তাঁর প্রশ্ন, সীমাঞ্চল এক্সপ্রেস বন্ধ করা হল কেন? রাধিকাপুর থেকে শিলিগুড়ি ডিএমইউ ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ কিন্তু কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস চলছে। ঘটনা প্রসঙ্গে তাদের প্রশ্ন, কেন্দ্রে বিজেপি সরকার থাকলেও রায়গঞ্জের দলীয় সাংসদ কি করছেন?কোনো রকম হেলদোল নেই রেল দপ্তর থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদদের।