ভুবনেশ্বর-অশ্বিনের বোলিং ব্যর্থতায় ডুবল ভারত

author-image
Harmeet
New Update
ভুবনেশ্বর-অশ্বিনের বোলিং ব্যর্থতায় ডুবল ভারত

নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার পার্থে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্যত আত্মসমর্পণ করল ভারত। ক্রিকেট প্রেমীদের অনেকের কাছে ভিলেন হয়ে রইলেন ভুবনেশ্বর কুমার, আর অশ্বিন। টিম ইন্ডিয়ার অভিজ্ঞ দুই বোলার নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না এদিন। 


ভারত অধিনায়ক রোহিত শর্মা কেন শেষ ওভারে ভুবনেশ্বর কুমারকে বেছে নিয়েছিলেন তা একটি রহস্য। প্রত্যাশা পূরণে তিনি বারংবার ব্যর্থ হয়েছেন, প্রতিপক্ষকে রান দিয়েছেন অজস্র। যদিও মহম্মদ সামি দক্ষিণ আফ্রিকানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। ভুবনেশ্বর কুমার যেন প্রোটিয়াদের জন্য জয় উপহার দিলেন বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে।