New Update
/anm-bengali/media/post_banners/TBcAzEFWiskMlThoBy75.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি২০ বিশ্বকাপের ম্যাচে পরাজিত টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র ১৩৩ রান করেছিলেন রোহিত শর্মা। সূর্যকুমার যাদব ছাড়া প্রথম একাদশের আর কেউই বড় রান করতে পারেননি। সূর্য ৪০ বলে করেছেন ৬৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়েছে দুজন অর্ধশতরান করেছেন। এইডেন মার্করাম করেছেন ৪১ বলে ৫২ রান। এরপর ডেভিড মিলার ৪৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে দলকে উপহার দিয়েছেন জয়।
A thrilling win for South Africa and it takes them to the top of the table in Group 2 💪#INDvSA | #T20WorldCup | 📝: https://t.co/uficuiMq0Hpic.twitter.com/0TLFpUmAd7
— ICC (@ICC) October 30, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us