New Update
/anm-bengali/media/post_banners/4Tn9JRoCAJoYgGivpAir.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডার্বিতে গোল করে ভেঙেছেন ডেডলক। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা বিদেশি ফুটবলার হুগো বুমোস গোল করেছেন কলকাতা ডার্বিতে। তাও আবার কলকাতার দর্শক ঠাসা গ্যালারির সামনে।
​
ডার্বি জয়ের পর এটিকে মোহন বাগানের এই ফুটবলার বলেছেন, "অসাধারণ জয় পেলাম... বিশ্রাম নিয়ে ফের তরতাজা হয়ে উঠতে হবে। কোচ যে রকম বললেন, মানসিক ভাবে তরতাজা হয়ে উঠতে হবে। তার পরে আগামী সপ্তাহের শুরু থেকে ফের কাজ শুরু করতে হবে। এই জয়ে প্রচুর আত্মবিশ্বাস পেলাম।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us