New Update
/anm-bengali/media/post_banners/K3VSewTLUmDoBS5XSwRJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বসনিয়া হারজিগোভিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে ওয়েলস। ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে ওয়েলস। যোগ্যতা অর্জন করার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন ওয়েলস ফুতবল দলের সমর্থকদের কেউ কেউ। তবুও কাতারে বিশ্বকাপ হওয়া নিয়ে সে দেশের অনেকেই দোলাচলে রয়েছেন। সমর্থকদের একাংশের মতে, এই সুযোগ আর হয়তো হবে না। তাই কাতার বিশ্বকাপ নজরে রাখবেন তারা। অন্য অংশের মতে, কোনওভাবেই কাতার বিশ্বকাপকে সমর্থন করা যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us