New Update
/anm-bengali/media/post_banners/ZGQhOAyAzBmLnBOV9a2a.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লিগ ওয়ানের ম্যাচে হ্যাটট্রিক। তিন গোল করলেন লেন্স ফুটবলার ওপেন্দা। তিনটি গোলই তিনি করেছেন বিরতির পর। ৬০, ৬৬ এবং ৯২ মিনিটে গোলগুলো তিনি করেছেন। তাঁর এই হ্যাটট্রিকের সৌজন্যে টুলুসের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে লেন্স। লিগ ওয়ান ক্রম তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। প্যারিস সেন্ট জার্মেইনের পরেই রয়েছে লেন্স। দুই দলের মধ্যে ব্যবধান পাঁচ পয়েন্টের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us