New Update
/anm-bengali/media/post_banners/TTMMpNtWc83vkZs7DRmZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের আসাদউদ্দিন ওয়েইসির নিশানায় বিহারের জোট সরকার। বিশেষ করে ওয়েইসি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। তিনি বলেছেন, 'নীতীশ কুমার কতবার বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রী হয়েছেন আরজেডি ফের তাঁকে আলিঙ্গন করেছে? নীতীশ কুমার আরজেডিকে গালিগালাজ করেছেন, তারপর বিজেপি-তে গিয়ে ফের আরজেডিতে ফিরে আসেন। আরজেডি নিজেই নিম্নস্তরের রাজনীতি করছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us