দশম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে কনস্টেবল, রাইফেলম্যান পদে

author-image
Harmeet
New Update
দশম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে কনস্টেবল, রাইফেলম্যান পদে

নিজস্ব সংবাদদাতা :


স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটি নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ:১৭ জুলাই, ২০২১ থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে, ৩১ অগস্ট, ২০২১ পর্যন্ত সময় আছে।

স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটি নিয়োগের শিক্ষাগত যোগ্যতা:দশম শ্রেণি পাস হলেই এই দুই পদের যে কোনও একটির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।

স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটি নিয়োগের বয়সগত যোগ্যতা:আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে থাকা বাঞ্ছনীয়।

স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটি নিয়োগ প্রক্রিয়া:যোগ্য প্রার্থীদের প্রথমে একটি পরীক্ষার জন্য ডাকা হবে, যার তারিখ সেপ্টেম্বরে মাসে ঘোষণা করবে স্টাফ সিলেকশন কমিশন। অতিরিক্ত তথ্যের জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা বিশদ তথ্যের জন্য স্টাফ সিলেকশন কমিনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in ভিজিট করতে পারেন।