New Update
/anm-bengali/media/post_banners/P8ltggFsvLbQF6Y1NohX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের 'ভারত জোড়ো আন্দোলন' চলার সময়ে ভাইরাল হলেন সাংসদ রাহুল গান্ধী। জানা গিয়েছে, রবিবার তেলেঙ্গানার গোল্লাপল্লিতে ভারত জোড়ো যাত্রার সময় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ঐতিহ্যবাহী বাথুকাম্মা নৃত্যে অংশ নেন। ওয়ানাডের সাংসদ দিনের জন্য থামার আগে সন্ধ্যায় শাদনগরের সোলিপুর জংশনে একটি কর্নার সভায় ভাষণ দেবেন। দক্ষিণের এই রাজ্যে দলের প্রচারে রাহুল গান্ধী বুদ্ধিজীবী, বিভিন্ন সম্প্রদায়ের নেতা, ক্রীড়া, ব্যবসা ও বিনোদন ক্ষেত্রের ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us