New Update
/anm-bengali/media/post_banners/DKTuPwucVlalAu8AqNav.jpg)
নিজস্ব সংবাদদাতা : তরুণীর নাম ভাবনা কাশ্যপ।সিনকি নামের একটি জায়গার রাস্তা তরুণীর কাছে জিজ্ঞেস করেছিল যুবক। উত্তর দিতে না পারায় তরুণীর ওপর হামলে পড়ে যুবক। এতেই বিপত্তি। তরুণীও ছেড়ে কথা বলেনি। যুবকের স্কুটি টেনে নামিয়েছে ড্রেনে। অভিযুক্ত যুবকের নাম মধুসানা রাজকুমার। তিনি আপাতত পুলিশি হেফাজতে। পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণ হলে কড়া শাস্তি হবে।ভাবনা কাশ্যপ ফেসবুকে লেখেন, মেয়েদের একলা পেয়ে কমজোরি ভাববেন না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us