গ্রামীণ রাস্তায় মাছের গাড়ির গতির বলি শিশু

author-image
Harmeet
New Update
গ্রামীণ রাস্তায় মাছের গাড়ির গতির বলি শিশু

নিজস্ব সংবাদদাতাঃ  পাঁশকুড়া রামতরক গ্রামীণ রাস্তায় পাঁশকুড়া ব্লকের বাহারপোতা গ্রামের সাত বছরের শিশু সৌরভ বেরা ও তার দাদা সাইকেলে চেপে পাশের গ্রাম চাঁইপুরে ব্যায়াম শিখতে যাওয়ার সময় মাছের গাড়ি সম্মুখে পড়ে। প্রবল গতিতে আসা মাছের গাড়িটি তাদের চাপা দেয় ওই শিশুটিকে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনায় জেরে এলাকাবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকাবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত মাছের গাড়ি প্রবল গতিতে যাতায়াত করে। ঘটনাস্থলে পুলিশের গাড়ি আটক করে প্রায় ২ ঘণ্টা ধরে বিক্ষোভ চালায় গ্রামবাসীরা।