New Update
/anm-bengali/media/post_banners/iUu11Z1fimxMxblC2ITr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ায় পিভি সিন্ধু লম্বা পোস্টে লিখেছেন, “যারা আমাকে সমর্থন করেছেনআমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই।টোকিও অলিম্পিক আমাকে অনেক কিছু শিখিয়েছে।যা আমি কোনওদিন ভুলতে পারব না। ৫ বছর ধরে লড়াই থেকে পোডিয়ামে পৌঁছানো। প্রতিটা মুহূর্ত আমার সাথে থাকবে।” আবেগঘন পোস্টে পরিবার, কোচ ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন হায়দরাবাদী শাটলার। প্যারিস অলিম্পিকে নামার জন্য যে এখন থেকেই লক্ষ্যস্থির করেছেন সিন্ধু, তা স্পষ্ট করে সিন্ধু লিখলেন, “আমার সফর এখানেই শেষ নয়।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us