New Update
/anm-bengali/media/post_banners/5IafP3yNiUj8idQ9KkID.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান করেছিল নিউজিল্যান্ড। শতরান করেছেন গ্লান ফিলিপস। কুড়ি ওভার সম্পন্ন হওয়ার আগেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে একাই চার উইকেট নিয়েছে ট্রেন্ট বোল্ট। জোড়া উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার এবং ঈশ সোধি। ৬৫ রানে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।
Defeat in Sydney 💔
NZ won by 65 runs.#SLvNZ#RoaringForGlory#T20WorldCuppic.twitter.com/30MDbqeutw— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 29, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us