New Update
/anm-bengali/media/post_banners/yq322ZpIcYG9957cOnYP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চেলসির দুর্গ আগলে রেখেছেন কেপা। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সবথেকে বেশি গোল বাঁচানোর কৃতিত্ব রয়েছে কেপার কাছে। ৯১.৩ শতাংশ ক্ষেত্রে সেভ করতে সক্ষম হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে অনেকটা পিছনে রয়েছেন পোপে।
Kepa has been a revelation for @ChelseaFC under Graham Potter! 👏 pic.twitter.com/sFkNy3gepn
— Premier League (@premierleague) October 28, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us