এটিকে ইস্যুতে দেবাশিসের মুখে কুলুপ

author-image
Harmeet
New Update
এটিকে ইস্যুতে দেবাশিসের মুখে কুলুপ

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সভাপতি পদ থেকে সরার পর ফুটবল মাঠে ফিরছেন সৌরভ গাঙ্গুলি। এটিকে মোহন বাগানের ডিরেক্টর হতে চলেছেন তিনি। এদিকে ডার্বির আগেও 'রিমুভ এটিকে' প্রসঙ্গ জ্বলন্ত। 


সৌরভের কাছে ইতিমধ্যে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি এই বিষয়টি ঠেলে দিয়েছিলেন দেবাশিস দত্তের দিকে। মোহন কর্তা আবার বলেছেন, "এই ব্যাপারে আমি এখন কিছু বলব না। ম্যাচের পরে এই ব্যাপারে কথা হবে।"