'কঠিন ম্যাচ', বলছেন প্রীতম

author-image
Harmeet
New Update
'কঠিন ম্যাচ', বলছেন প্রীতম

নিজস্ব সংবাদদাতাঃ খাতায় কলমে ইস্টবেঙ্গল এফসির থেকে কিছুটা এগিয়েই রয়েছে এটিকে মোহন বাগান। তবু ডার্বি ম্যাচ খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বাগানের অভিজ্ঞ ফুটবলার প্রীতম কোটাল। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেছেন, "তবে ডার্বি সব সময়ই কঠিন ম্যাচ। এই ম্যাচে দুই দলেরই ৫০-৫০ সম্ভাবনা থাকে। আমাদের এই ম্যাচ জিততে হলে নিজেদের সেরাটা উজাড় করে দিতেই হবে।"