New Update
/anm-bengali/media/post_banners/EErOxjymJlzOAnTrhAkt.jpg)
নিজস্ব সংবাদদাতা : শোনা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে পরের মাসেই সন্তানের জন্ম দেবেন নুসরত। এই সময় মহিলাদের নানান খাবার খেতে ইচ্ছে করে , নুসরতও তার ব্যতিক্রম না। অনেকরকমের খাবার চেখে দেখছেন তিনি। সে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ ফর প্যাম্পারিং মি’। যে ইনস্টা অ্যাকাউন্টকে এই স্টোরির সঙ্গে ট্যাগ করেছেন নায়িকা তার নাম ‘কাশিকাস্ প্যাম্পার্ড পজ’। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁকে নিয়ে বিতর্ক জটিল হচ্ছে , ততই ইনস্টায় একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত। এ দিনও তার ব্যতিক্রম হল না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us