ডার্বির আগে ইতিবাচক মনোভাব রাখছিঃ শুভাশিস

author-image
Harmeet
New Update
ডার্বির আগে ইতিবাচক মনোভাব রাখছিঃ শুভাশিস

নিজস্ব সংবাদদাতাঃ ডার্বির আগে ইতিবাচক মনোভাব বজায় রাখার কথা বললেন শুভাশিস বসু। এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দোর মতো তিনিও অতিরিক্ত চাপ নিতে চাইছেন না। কলকাতা ডার্বির আগে তিনি বলেছেন, "সবাই ইতিবাচক চিন্তাভাবনা করছে। গত দু’বছরে আমরা সবক’টি ডার্বি জিতে এসেছি। আশা করি এই ডার্বিতেও নিজেদের সেরাটা দেব ও জেতার চেষ্টা করব। বাঙালি হয়ে ডার্বি আমার কাছে সব সময়ই স্পেশ্যাল।"