ইস্টবেঙ্গলকে হালকাভাবে নিচ্ছেন না কোলাসো

author-image
Harmeet
New Update
ইস্টবেঙ্গলকে হালকাভাবে নিচ্ছেন না কোলাসো

নিজস্ব সংবাদদাতাঃ আজ মহারণ। মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি এবং এটিকে মোহন বাগান। খাতায় কলমে এটিকে মোহন বাগান এগিয়ে থাকলেও লাল হলুদ ব্রিগেডকে সমীহ করছেন বাগানের লিস্টন কোলাসো। ম্যাচে বলও গড়ানোর আগে তিনি বলেছেন, "ইস্টবেঙ্গল এফসি ভাল দল। কোনও প্রতিপক্ষকেই আমরা হালকা ভাবে নিই না। ম্যাচটা বেশ কঠিন হবে। ওদের প্রচুর সমর্থক আসবেন মাঠে। তাদের বিরুদ্ধেও লড়তে হবে আমাদের।"