যুক্তরাজ্য ও ফ্রান্সের সম্পর্ক নিয়ে মন্তব্য ঋষির

author-image
Harmeet
New Update
যুক্তরাজ্য ও ফ্রান্সের সম্পর্ক নিয়ে মন্তব্য ঋষির


নিজস্ব সংবাদদাতা: সদ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পরই তিনি আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে জোর দিয়েছেন। এইবার তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। 

Emmanuel Macron (@EmmanuelMacron) / Twitter

তিনি বলেন, "যুক্তরাজ্য এবং ফ্রান্স শতবর্ষ বিস্তৃত সাংস্কৃতিক সংযোগ সহ মিত্রতা ভাগ করছে। ইউক্রেনকে সমর্থন করা থেকে শুরু করে আমাদের নিজস্ব প্রতিরক্ষা এবং জ্বালানি নিরাপত্তা পর্যন্ত বিশাল পরিসরে আমাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সেই চেতনায় আমি ফ্রান্সের রাষ্ট্রপতির সাথে কাজ করার জন্য উন্মুখ"।