​নিজস্ব সংবাদদাতা: পরপর দুই ম্যাচে হেরে বিশ্বকাপে টিকে থাকায় দায় হয়ে উঠেছে পাকিস্তানের কাছে। তবে এখনও কিছুটা আশার আলো আছে বাবর বাহিনীর কাছে। তবে কিভাবে? প্রথমে বাবর বাহিনীর আরেকটি ম্যাচও হারার মতো অবস্থায় নেই। নেদারল্যান্ডস (৩০ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (৩ নভেম্বর) এবং বাংলাদেশের (৬ নভেম্বর) বিরুদ্ধে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে। তাদের নেট রান রেট আরও বাড়ানোর জন্য বড় ব্যবধানে সেই সমস্ত ম্যাচ জিততে হবে।