বার্ড ফ্লু আতঙ্কে মারা হল ২০০০০ পোল্ট্রির পাখিকে

author-image
Harmeet
New Update
বার্ড ফ্লু আতঙ্কে মারা হল ২০০০০ পোল্ট্রির পাখিকে



নিজস্ব সংবাদদাতাঃ
বার্ড ফ্লু আতঙ্কে ঘুম উড়েছে কেরলবাসীর। জানা গিয়েছে, কেরালার আলাপ্পুঝা জেলার হরিপদ পৌরসভায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নিশ্চিত হওয়ার পর ২০,০০০ এরও বেশি পোল্ট্রি পাখি হত্যা করা হয়েছে। 













সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলাপ্পুঝার জেলা কালেক্টর ভি আর। ব্যবস্থা ঠিক করতে কৃষ্ণা তেজার নেতৃত্বে জরুরি বৈঠক ডাকা হয়। তিনি বলেন, 'হাঁসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের এইচ৫এন১ সাবটাইপের উপস্থিতি পাওয়া গেছে।'