ধসের ফলে হওয়া গর্তে পড়ে গেল বাছুর

author-image
New Update
ধসের ফলে হওয়া গর্তে পড়ে গেল বাছুর

হরি ঘোষ, অন্ডাল: ধসের ফলে হওয়া গর্তে পড়ে গেল বাছুর। ইসিএল প্রশাসনকে দায়ী করল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে ইসিএল কাজোরা এরিয়া অন্তর্গত মাড়োয়ারি কোঠি ইসিএল গেস্ট হাউসের পিছনে। স্থানীয়দের অভিযোগ কয়েক দিন আগে ঐ এলাকায় ধ্বসের ফলে বড় গর্ত তৈরি হয়। ইসিএল প্রশাসনকে মাটি ভরাটি করার জন্য বলা হলেও ইসিএল প্রশাসন কোনও প্রকার কর্ণপাত করেননি। আজ সকালে বিষয়টি নজরে আসতেই প্রথমে জীবনের ঝুঁকি নিয়ে দড়ির সাহায্যে গর্তে পড়ে যাওয়া বাছুরটিকে উঠাবার চেষ্টা করেন স্থানীয়রা। অসফল হওয়ার পরে জেসিবি মেশিনের সাহায্যে ওই বাছুরটিকে ওই গর্ত থেকে ওঠানো হয়। যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শংকর কর্ষ জানান ধসের পরে ওই স্থানটি মাটি ভরাট করার দাবি জানিয়েছিলেন তাঁরা। এই বিষয় নিয়ে ইসিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।