New Update
/anm-bengali/media/post_banners/PzvAv1OGIdVkDyzaWroJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দেশে অপরাধ রুখতে সকল রাজ্যগুলিকে এক হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিজেপির চিন্তন শিবিরে 5G প্রযুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমরা 5G যুগে প্রবেশ করেছি। 5G এর বেশ কয়েকটি সুবিধা রয়েছে এবং এর জন্য সচেতনতাও প্রয়োজন। 5G এর সাথে, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, স্বয়ংক্রিয় নম্বর প্লেট স্বীকৃতি প্রযুক্তি, ড্রোন এবং সিসিটিভি প্রযুক্তিতে বহুবিধ উন্নতি হবে। অপরাধ জগতের থেকে আমাদের ১০ ধাপ এগিয়ে থাকতে হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us