নিজস্ব সংবাদদাতাঃ অপরাধ রুখতে রাজ্যগুলিকে এবার সমন্বয় বাড়ানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিজেপির চিন্তন শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, 'আইনশৃঙ্খলার বিষয়টি কেবলমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। অপরাধ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাচ্ছে। প্রযুক্তির সাহায্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে অপরাধ দ্রুত গতিতে সংগঠিত হচ্ছে। দেশের বাইরে বসে থাকা অপরাধীও এখন শুধুমাত্র প্রযুক্তির অপব্যবহার করে অপরাধ করছে। রাজ্য অথবা কেন্দ্র, এজেন্সি যারই হোক, সমন্বয় রেখে সকলকে কাজ করতে হবে।'