আসানসোলে শত্রুঘ্ন সিনহার নামে 'নিখোঁজ' পোস্টার

author-image
Harmeet
New Update
আসানসোলে শত্রুঘ্ন সিনহার নামে 'নিখোঁজ' পোস্টার


নিজস্ব সংবাদদাতাঃ
ক্রমেই রাজনীতির পারদ চড়েছে পশ্চিমবঙ্গে। এদিকে ছোট পুজোর আগে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে 'নিখোঁজ' পোস্টার লাগানো হয়েছে।





 আসানসোলের এই পোস্টারগুলিতে আবেদনকারীর জায়গায় লেখা হয়েছে 'আসানসোলের বিহারি জনতা'। পোস্টারে ব্যঙ্গাত্মক ভাবে লেখা হয়েছে, মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা, যিনি বিহারীবাবু নামেও পরিচিত। বিহারিদের উৎসব ছট পুজো উপলক্ষে নিজের লোকসভা কেন্দ্র থেকেও তিনি নিখোঁজ।