/anm-bengali/media/post_banners/CCBnHR4Sc0DQetqZKeDL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গ্যাস সিলিন্ডার কেনার ক্ষেত্রে এবার নয়ানিয়ম লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, বছরে ১৫টি এবং মাসে ২টি সিলিন্ডার ছাড়াও কোনও ব্যক্তি যদি বেশি সিলিন্ডার চান, তাহলে তার জন্য বৈধ কাগজপত্র দেখাতে হবে, যেখানে উল্লেখ থাকবে কেন বেশি সিলিন্ডার প্রয়োজন। দেশে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে। যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। গত ৫ বছরে দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৮ বার পরিবর্তন করা হয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৬ জুলাই পর্যন্ত গ্যাসের দাম বেড়েছে ৪৫ শতাংশ। ২০১৭ সালের এপ্রিলে যেখানে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২৩ টাকা, সেখানে ২০২২ সালের জুলাই মাসে তা বেড়ে হয়েছে ১০৫৩ টাকা। গ্যাস সিলিন্ডারের দাম গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুলাইয়ের মধ্যে এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৮৩৪ টাকা থেকে ২৬ শতাংশ বেড়ে হয়েছে ১০৫৩ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us