New Update
/anm-bengali/media/post_banners/rJQKSUAsbJT4Knvx5s3k.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বড় রান না পেলেও ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলায় নিজের নামের প্রতি সুবিচার করলেন তিনি। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে খেললেন অপরাজিত ৫১ রানের ইনিংস। দুশোর ওপর স্ট্রাইক রেট। পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালের আন্তর্জাতিক টি২০ প্রতিযোগিতায় ফর্মেই রয়েছেন তিনি। ম্যাচ প্রতি গড় রান চুয়াল্লিশের থেকে বেশি।
Suryakumar Yadav has 41.28 average & 184.86 strike rate in T20I in 2022.
The year of SKY. pic.twitter.com/0D9wU1szWe— Johns. (@CricCrazyJohns) October 27, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us