বাঁদনা পরবে ঐতিহ্যবাহী গরু খুঁটান অনুষ্ঠানে যোগ দিলেন দিলীপ ঘোষ

author-image
Harmeet
New Update
বাঁদনা পরবে ঐতিহ্যবাহী গরু খুঁটান অনুষ্ঠানে যোগ দিলেন দিলীপ ঘোষ





নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: বৃহস্পতিবার বাঁদনা পরবে ঐতিহ্যবাহী গরু খুঁটান অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা এলাকায়। সাঁকরাইল ব্লকের পাথরা ৬ নম্বর অঞ্চল বাঁদনা পরব কমিটির উদ্যোগে গরু খুঁটান উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাত সহ আরও অনেকে। ওই অনুষ্ঠানে মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি তৃণমূল কংগ্রেস নেতাদের চোর বলে তীব্র ভাষায় কটাক্ষ করেন। 

your image



সেই সঙ্গে তিনি বলেন, "মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে নেই তা আগামী দিনে প্রমাণিত হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের অন্যান্য জায়গায় শিক্ষার অগ্রগতি হলেও রাজ্যের শিক্ষার কোন অগ্রগতি হয়নি"। তিনি গরু খুঁটান উৎসবে যারা গরু নিয়ে এসেছিলেন তাদেরকে শীত বস্ত্র হিসেবে কিছু কম্বল তুলে দেন। পাথরা ৬ নম্বর অঞ্চল বাঁদনা পরব কমিটির অন্যতম কর্মকর্তা সুশীল কুমার মাহাত বাঁদনা পরব সম্পর্কে বলেন, "কুড়মী জনজাতির এই অনুষ্ঠান গোটা জঙ্গলমহল জুড়ে পালিত হচ্ছে। কৃষিভিত্তিক এই অনুষ্ঠান। গরু কৃষি কাজের সঙ্গে যুক্ত। গরু মানুষের ভাষা বুঝে। তাই পাঁচ দিন ধরে জঙ্গলমহল জুড়ে বাঁদনা পরবের অনুষ্ঠান চলছে।