সংগ্রামপুর বিষমদকাণ্ড: মূল দোষী খোঁড়া বাদশার যাবজ্জীবন কারাদণ্ড

author-image
New Update
সংগ্রামপুর বিষমদকাণ্ড: মূল দোষী খোঁড়া বাদশার যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালে সংগ্রামপুরে বিষমদকাণ্ডে মৃত্যু হয়েছিল ১৭২ জনের। সেই ঘটনায় মূল দোষী খোঁড়া বাদশার যাবজ্জীবন কারাদণ্ড হল সোমবার। তার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর আদালত। শনিবার খোঁড়া বাদশাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।