New Update
/anm-bengali/media/post_banners/gjzoalpo2F8XwQU4HIGE.jpg)
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : হিন্দু বোনের হাতে ভাইফোঁটা নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল । আজ ভাতৃদ্বিতীয়া। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন। বৃহস্পতিবার সোনামুখী ব্লকের ধান শিমলাতে হিন্দু বোনের হাতে ভাইফোঁটা নিলেন ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল।/)
তিনি ভাইফোঁটা নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন। এই সমাজে যখন বাংলাকে কেউ কেউ কলুষিত করার চেষ্টা করছেন, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে অশান্তি পাকানোর পরিকল্পনা করছেন তখন ধানশিমলা পঞ্চায়েত প্রধান সমাজে সম্প্রীতির বার্তা দিলেন।এদিন ডিহিপড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা শিলা ভান্ডারী ধানশিমলাতে ইউসুফ মন্ডলের বাড়িতে এসে নিজ হাতে ভাইফোঁটা দিলেন । ধর্ম যার যার উৎসব সবার আবারো তা আজকের দিনে প্রমাণিত হলো । বোন শিলা ভান্ডারীকে মিষ্টিমুখ করালেন দাদা ইউসুফ মন্ডল । বোনের হাতে তুলে দিলেন সুন্দর উপহার ।ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল বলেন, এ বাংলা শান্তির বাংলা এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সমস্ত উৎসবে অংশগ্রহণ করে থাকেন । তাই এই বাংলাকে যারা কলুষিত করার চক্রান্ত করছে তারা ব্যর্থ হবেন।
bankura
panchayetpradhan
usufmandal
sinamukhi
dhanshimla
sgilabhandari
kolkata-latestnews-news-india-anmnews-bengal-importantnews-importantnews-trendingnews-trendingnewstoday-banglanews-bengalinewslive-bengalinews-samachar-breakingnews-newsupdates-dailynews-dailynewsupdate-westbengal-kolkatanews-bhaiphota
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us