​নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকার হার্ডহিটিং ব্যাটসম্যান রিলি রুসো এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করলেন। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। আর শাকিবদের বোলিং নির্বিষ করে দিয়ে শতরান হাঁকালেন রিলি। এদিন তারা রান তুলেছে ২০৫ অর্থাৎ বাংলাদেশের লক্ষ্য ২০৬ রান। মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেন রুসো এবং তিনি এদিন এই ইনিংসে ছিল সাতটি চার ও সাতটি ছক্কা মারেন। বৃহস্পতিবার সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।