দীপাবলিতে বায়ু দূষণে রেকর্ড পতন কলকাতায়!

author-image
Harmeet
New Update
দীপাবলিতে বায়ু দূষণে রেকর্ড পতন কলকাতায়!

নিজস্ব সংবাদদাতা:  দীর্ঘ দিন পরে কালীপুজোর পরের দিন রাতে শহরে বায়ু দূষণের মাত্রা নেই বললেই চলে৷ দীর্ঘদিন পরে এমন দূষণ মুক্ত আবহাওয়া পেয়ে খুশি পরিবেশবিদরা। পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন, 'বিগত কয়েক বছরের ইতিহাসে এমন আবহাওয়া আমরা দেখিনি৷ শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রিত না থাকলেও, বায়ু দূষণের মাত্রা একেবারেই ছিল নিয়ন্ত্রিত। এতে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকল।"