রুশ সুপারইয়ট বাজেয়াপ্ত করতে অস্বীকৃতি দক্ষিণ আফ্রিকার

author-image
Harmeet
New Update
রুশ সুপারইয়ট বাজেয়াপ্ত করতে অস্বীকৃতি দক্ষিণ আফ্রিকার

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার একটি সুপারইয়ট বাজেয়াপ্ত করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির কর্তৃপক্ষ বলছে, তারা পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা একজন রুশ ধনকুবেরের সুপারইয়ট কেপ টাউনে নোঙর করার অনুমতি দেবে। ৫২১ মিলিয়ন ডলার দামের ওই সুপারইয়টের মালিক আলেক্সি মোর্দাশভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মিত্র হিসেবে পরিচিত। এই সপ্তাহের গোড়ার দিকে তার সুপারইয়টটি হংকং থেকে ছেড়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিরোধী নেতারা দ্য নর্ড নামের ৪৬৫ ফুট দীর্ঘ ইয়টটি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বলেছেন, তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে চলার ‘কোনও কারণ’ দেখছেন না।