নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের আট মাস পেরিয়েছে। এর মধ্যে ইউক্রেনের অনেক জায়গায় রুশ বাহিনী তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। সূত্রে খবর, অনেক জায়গায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম পর্যাপ্ত না থাকায় প্রতিরোধ গড়তে পারেনি রুশ সেনারা। অনেক জায়গায় ইউক্রেনীয় বাহিনীর হামলার মুখে অস্ত্র–সরঞ্জাম খুইয়েছে তারা। এ পরিস্থিতিতে যুদ্ধের গতি ধরে রাখতে অস্ত্র–সরঞ্জামের উৎপাদন বাড়ানো ও তা দ্রুত যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের হাতে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।