ভগ্নপ্রায় কাঠের পুল দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত
কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি ? দেখে নিন আবহাওয়ার রিপোর্ট
কেমন যাবে কুম্ভ ও মীন রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে ধনু ও মকর রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে সিংহ ও কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মিথুন ও কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মেষ ও বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার ! লোহার রড দিয়ে মেরে সহকর্মীকে খুন করে দিল ১৯ বছরের তরুণ

মাহশা আমিনি: পুলিশি বাধা উপেক্ষা করে ইরানে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
মাহশা আমিনি: পুলিশি বাধা উপেক্ষা করে ইরানে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ ইরানে পুলিশের হেফাজতে নিহত কুর্দি নারী মাহশা আমিনির কবরস্থানের কাছে বড় ধরনের বিক্ষোভ আয়োজন করা হয়েছে। তার মৃত্যুর ৪০তম দিনে এই বিক্ষোভ আয়োজন করা হয়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাকেজ শহরে কয়েক হাজার নারী ও পুরুষ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে বিক্ষোভে জড়ো হয়েছেন। তারা স্লোগান দেন, ‘নারী, জীবন ও মুক্তি’ এবং ‘স্বৈরাচার নিপাত যাক’। 


বুধবার সাকেজে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ও আধাসামরিক বাহিনী বাসিজ রেসিস্ট্যান্স ফোর্স-এর সদস্য মোতায়েন করা হয়। আমিনির মৃত্যুর ৪০তম দিনে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এদের মোতায়েন করা হয়। ইরানে মৃত্যুর ৪০তম দিন ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওতে দেখা গেছে, আইচি কবরস্থানে পৌঁছাতে বিক্ষোভকারীরা রোড ব্লক এড়াতে মহাসড়ক ও পাশের ক্ষেত দিয়ে হেঁটে চরছেন।