New Update
/anm-bengali/media/post_banners/OIeBO0Cch8jkcBupyd4e.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গিয়েছে। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের একটিও বল খেলা হয়নি। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগে ফেভারিট ছিল নিউজিল্যান্ড। অন্য দিকে আফগান শিবিরে এসেছে একটি সুখবর। আইসিসি মেন'স টি২০ প্লেয়ারদের ক্রম তালিকায় ফের শীর্ষ স্থান দখল করেছেন রাশিদ খান।
BACK TO REIGN 👑@rashidkhan_19 is back on 🔝 of the ICC Men's T20I Players' Rankings 🤩#AfghanAtalan | #T20WorldCup2022pic.twitter.com/K4aUFtevRJ
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 26, 2022