এলিয়ান্দ্রোকে নিয়ে ডার্বির প্রচার

author-image
Harmeet
New Update
এলিয়ান্দ্রোকে নিয়ে ডার্বির প্রচার

নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে ডার্বি। এটিকে মোহন বাগান এবং ইস্টবেঙ্গল এফসি, দুই দলেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। তার মধ্যেও রয়েছে মজার কিছু মুহুর্ত। যেমন ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত কলকাতা ডার্বির জন্য প্রচারমূলক পোস্ট। সেখানে দেখা গিয়েছে ইস্টবেঙ্গলের খেলোয়াড় এলিয়ান্দ্রোকে। এলিয়ান্দ্রোর চোট এবং ফিটনেস সমস্যার কারণে মাঠের বাইরেই বেশিরভাগ সময় কাটিয়েছেন। ডার্বিতে কোচ তাঁকে কাজে লাগাতে পারেন কি না এখন সেটাই দেখার।