ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি, কোহিনূর ফিরিয়ে আনার প্রস্তাব

author-image
Harmeet
New Update
ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি, কোহিনূর ফিরিয়ে আনার প্রস্তাব





নিজস্ব সংবাদদাতাঃ
ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ব্রিটেন থেকে শুরু করে ভারতে উৎসবের আবহ। ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ফের একবার খবরে কোহিনুর হিরে ইস্যু। ভারতের কোহিনূর হীরা ব্রিটিশরা নিয়ে যায়। এমন পরিস্থিতিতে ব্রিটেন থেকে কোহিনূরকে ফিরিয়ে আনার ব্যাপারে তাঁর বন্ধুর ভাবনা কী, তা জানিয়ে দিলেন বিখ্যাত ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা। 











হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় কোহিনূরকে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি জানান, বন্ধুর পরিকল্পনা অনুযায়ী আশিস নেহরার সাহায্যে কোহিনূরকে ভারতে ফিরিয়ে আনা যেতে পারে। তিনি বলেছিলেন যে আশিস নেহরাকে ঋষি সুনাকের পরিবর্তে ব্রিটেনে পাঠানো যেতে পারে এবং তিনি ব্রিটেনে কোহিনূরকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য একটি বিল পাস করতে পারেন। জেনে নিন, ঋষি সুনাক ও আশিস নেহরার চেহারার বেশ মিল রয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মিমও ভাইরাল হচ্ছে।