New Update
/anm-bengali/media/post_banners/suIx4ytW9McetI8Oe4CU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে ভারতীয় নোটে গান্ধীজির ছবি সহ লক্ষ্মী, গণেশের ছবিও যেন রাখা হয়। আর এই নিয়ে কেজরিওয়ালকে নিশানা করল বিজেপি। বিজেপির অন্যতম মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতি এখন ইউ-টার্ন নিচ্ছে। তিনি সেই একই ব্যক্তি যিনি কখনও অযোধ্যার রাম মন্দিরে যেতে অস্বীকার করেছিলেন, দাবি করেছিলেন যে ঈশ্বর সেখানে দেওয়া প্রার্থনা গ্রহণ করবেন না। তিনি সেই একই ব্যক্তি যিনি সংসদে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগকে মিথ্যা বলে অভিহিত করেছিলেন।'